ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালকের আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন 

জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আয়মা রসুলপুর ইউনিয়নের কদুবাড়িতে গরীব অসহায় ও ভূমিহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের আধাপাকা বাড়ি পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মনিরুজ্জামান চৌধুরী মধু।  

শনিবার (২৯ এপ্রিল) দুপুরে তিনি সরেজমিনে প্রধানমন্ত্রীর উপহারের এসব দৃষ্টি নন্দন বাড়ি পরিদর্শন করেন।

একই দিন তিনি আয়মা রসুলপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা তহবিল থেকে বাই-সাইকেল ও নগদ অর্থ প্রদান করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা পরিবার পরিকল্পা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জোবায়ের গালিব, পাঁচবিবি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো .বরমান হোসেন ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ মিলটন উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, ৩০ এপ্রিল, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।