লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে সয়াবিন কাটা নিয়ে বিরোধের জেরে ভাতিজার ধাক্কায় পড়ে গিয়ে চাচা সেকান্তর আলীর (৭৫) মৃত্যু হয়েছে।
শনিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার চর রমিজ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের চর আফজাল গ্রামে এ ঘটনা ঘটে।
রামগতি থানা পুলিশ জানায়, বৃদ্ধ সেকান্তর আলী রিকশায় করে এসে বাড়ির সামনে নামেন। এ সময় তার ভাই আবদুস সহিদের তিন ছেলে হারুন, খোকন ও রিপন তার গতিরোধ করেন। বৃদ্ধ চাচা তাদের ক্ষেত থেকে সয়াবিন কেটে নিয়েছে এমন অভিযোগ তুলে তার সঙ্গে কথা কাটাকাটি শুরু করে দেন। একপর্যায়ে ভাতিজা খোকন চাচা সেকান্তর আলীকে জামার কলার চেপে ধরে ধাক্কা দেন। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে গ্রাম্য চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি মারা গেছেন বলে জানান চিকিৎসক।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন বলেন, মৃত সেকান্তর আলীর ঠোটে এবং পায়ে কিছুটা আঘাতের চিহ্ন রয়েছে। এ বিষয়ে আমরা আইনি ব্যবস্থা নেব।
বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২৩
আরএ