ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেগুনভর্তি অটোরিকশা চাপা পড়ে কিশোরের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, মে ৩, ২০২৩
বেগুনভর্তি অটোরিকশা চাপা পড়ে কিশোরের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে একটি বেগুনভর্তি অটোরিকশা উল্টে চাপা পড়ে সাগর মিয়া (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।

বুধবার (৩ মে) সকাল ১০টার দিকে উপজেলার পয়ারী ইউনিয়নের জামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত সাগর মিয়া স্থানীয় গুপ্তেরগাঁও গ্রামের মৃত সাইদুল ইসলামের ছেলে। সে উপজেলার আমুয়াকান্দা বাজারের একটি কীটনাশকের দোকানে কাজ করত।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সাগরের চাচা জাহাঙ্গীর হোসেন বেগুনভর্তি অটোরিকশা চালিয়ে আমুয়াকান্দা বাজারে যাচ্ছিলেন। এ সময় সাগরও তার সঙ্গে বাজারে রওনা হয়।  

পথে অটোরিকশাটি স্থানীয় জামতলা এলাকায় পৌঁছালে ভাঙা সড়কের কারণে হঠাৎ উল্টে সড়কের পাশে ফিশারিতে পড়ে যায়। এতে ওই অটোরিকশার নিচে চাপা পড়ে সাগর গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।  

ওসি আরও জানান, এ ঘটনায় মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, মে ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।