ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
গরু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল গৃহবধূর

ফরিদপুর: ফরিদপুরের চরভদ্রাসনে ক্ষেত থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে আকলিমা আক্তার (৩৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

বুধবার (৩ মে) দুপুরে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের পশ্চিম চর শালেপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত আকলিমা আক্তার ওই ইউনিয়নের বাসিন্দা আলী খানের স্ত্রী। তাদের সংসারে দুটি ছেলে ও দুটি মেয়ে রয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিরামপুর ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর কবির জানান, ঘটনার দিন (৩ মে) দুপরে বৃষ্টির সময় বাড়ি থেকে কিছু দূরে ক্ষেত থেকে গরু আনতে যান আকলিমা আক্তার। এসময় বজ্রপাত ঘটলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এছাড়া পাশেই ভুট্টা ক্ষেতে কয়েকজন শ্রমিক কাজ করছিলেন, তারাও কিছুটা আহত হন।  

পরে বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শেখ বিল্লালকে জানালে, তিনি ঘোড়ার গাড়িতে করে আকলিমার মরদেহ বাড়িতে নিয়ে আসেন।

এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) লিটন ঢালী বলেন, ওই গৃহবধূর দাফন সম্পন্ন করার জন্য জেলা প্রশাসকের কার্যালয় হতে বরাদ্দকৃত ২০ হাজার টাকা ওই পরিবারের হাতে পৌঁছে দেওয়ার জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, মে ৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।