ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় অপহৃত ৩ স্কুলছাত্রী উদ্ধার, আটক-৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, মে ৪, ২০২৩
চুয়াডাঙ্গায় অপহৃত ৩ স্কুলছাত্রী উদ্ধার, আটক-৪

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৩ স্কুল ছাত্রী অপহরণের ১০ ঘণ্টা পর উদ্ধার করেছে জীবননগর থানা পুলিশ।  

বুধবার (৩ মে) রাত ৪টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা থানার ঝাঝরী বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।

এসময় অপহরণ চক্রের ৪ সদস্যকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- জেলার জীবননগর উপজেলার মনোহরপুর মাঝের পাড়ার আব্দুল মুমিনের ছেলে শিহাব (১৮), আব্দুস সালামের ছেলে নাঈম (১৯), দামুড়হুদা উপজেলার দর্শনা থানার ঝাঝরী বেগমপুর গ্রামের কালাম হোসেনের ছেলে লিখন হোসেন (১৬) ও ভাসান আলীর ছেলে ইয়াসিন হোসেন (১৮)।

পুলিশ জানায়, বুধবার সকাল ৯টায় কাশিপুর মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস করতে যাই ওই তিন স্কুলছাত্রী। বিদ্যালয়ের ছুটির সময় অতিবাহিত হওয়ার পরেও তারা বাড়িতে না ফেরায় বাড়ির লোকজন খোঁজাখুজি করতে থাকে। সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজি করে না পাওয়ায় তিনজন স্কুলপড়ুয়া ছাত্রীর একসঙ্গে নিখোঁজ হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ফেসবুক ও সামাজিক যোগাযোগসহ গণমাধ্যমে প্রচারণা শুরু হয়। পরে এ ঘটনায় স্কুলছাত্রীদের অভিভাবকরা জীবননগর থানায় এসে একটি সাধারণ ডায়েরি করেন। সাধারণ ডায়েরি নং-১৪৬, তারিখ-০৩/০৫/২৩ লিপিবদ্ধ করা হয়।

চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা-জীবননগর সার্কেল) জাকিয়া সুলতানা জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় থানার অফিসার ফোর্সদের নিয়ে অভিযান পরিচালনা করে স্কুলপড়ুয়া তিনজন ছাত্রীকে বুধবার রাতে জেলার দর্শনা থানার ঝাঝরী বেগমপুর গ্রামের মোহন মিয়ার বাড়ি থেকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণচক্রের চার সদস্যকে আটক করা হয়।

তিনি আরো জানান, আটকদের জিজ্ঞাসাবাদে তাদের পরিকল্পনায় তিন স্কুলছাত্রীকে ফুসলিয়ে কৌশলে অপহরণ করে আজ সকালে তারা ঢাকায় নিয়ে অজানা-অচেনা জায়গায় গোপনে অবস্থান করবে যাতে আত্মীয়-স্বজন কিংবা পুলিশ তাদের কোনো সন্ধান না পায়। আটকদের অসৎ ও অনৈতিক উদ্দেশ্য সাধনের আগেই আমরা অত্যন্ত দক্ষতার সাথে কৌশলে অভিযান চালিয়ে ভিকটিমদের উদ্ধার করা হয়। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।