ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
সাতক্ষীরায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর গ্রেপ্তার

সাতক্ষীরা: সাতক্ষীরায় যৌন উত্তেজক ওষুধ খেয়ে নিজ পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে এরশাদ গাজী (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বহস্পতিবার (৪ মে) রাতে যশোর সদর থানাধীন নতুন খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করে র‍্যাব-৬।

 

এর আগে গত ২ মে সকালে এরশাদ গাজী যৌন উত্তেজক ওষুধ খেয়ে নিজ পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ।

গ্রেপ্তার এরশাদ গাজী সাতক্ষীরার কলারোয়া উপজেলার মৃত শরিয়ত উল্লাহ গাজীর ছেলে।

র‌্যাব-৬ জানায়, মঙ্গলবার (২ মে) সকালে যৌন উত্তেজক ওষুধ খেয়ে নিজ পুত্রবধূকে ধর্ষণ করেন শ্বশুর এরশাদ গাজী। এসময় ভিকটিমের আর্তচিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যান তিনি। পরে শ্বশুর এরশাদ গাজীর নামে কলারোয়া থানায় ধর্ষণের মামলা করেন ভুক্তভোগী নারী।

ঘটনার পর থেকেই র‌্যাব-৬ সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে আটকের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা শুরু করে এবং তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে বৃহস্পতিবার (৪ মে) রাতে যশোর সদর থানাধীন নতুন খয়েরতলা এলাকা থেকে তাকে আটক করতে সক্ষম হয়।  

পরে তাকে সাতক্ষীরার কলারোয়া থানায় হস্তান্তর করা হয় বলেও জানায় র‍্যাব-৬।

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, মে ৫, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।