ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আখাউড়ায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৯ ঘণ্টা, মে ৬, ২০২৩
আখাউড়ায় মাদকবিক্রেতার ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিক্রেতা সেলিমের ছুরিকাঘাতে খাইরুল ইসলাম (৩৫) নামে পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৫ মে) দিনগত রাতে আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর গ্রামে মাদকবিরোধী অভিযানের সময় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুল ইসলাম জানান, রাতে থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির তিনজন কনস্টেবল নিয়ে শিবনগর গ্রামে মাদকবিক্রেতা সেলিমের বাড়িতে মাদক উদ্ধারের জন্য অভিযান চালায়। এ সময় কনস্টেবল খাইরুল সেলিমকে ধরে ফেললে তার হাতে থাকা ছুরি দিয়ে তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যান।  

তিনি আরও জানান, গুরুতর আহত অবস্থায় খাইরুলকে জেলা সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠায়। মাদকবিক্রেতা সেলিমের নামে আগে থানায় মাদক, চুরি ও মারধরসহ ছয়টি মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, মে ০৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।