ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৩ ঘণ্টা, মে ৭, ২০২৩
বগুড়ায় ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বগুড়া: বগুড়ার সোনাতলা উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় (৩৫) এক নারীর মৃত্যু হয়েছে।

রোববার (০৭ মে) সকাল ৯টার দিকে সোনাতলা রেল স্টেশনের পাশে স্টেডিয়াম মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোরবার সকালে সান্তহার-লালমনিহাটগামী (পদ্মরাগ) ট্রেনে কাটা পড়ে ওই নারীর মৃত্যু হয়। ট্রেন আসার আগে থেকে স্থানীয়রা রেল লাইনের পাশে ওই নারীকে ঘুরাঘুরি করতে দেখেন। ট্রেন এলে লাইনের ওপর মাথা দিয়ে লুটিয়ে পড়েন তিনি।

বগুড়া রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৩০২ ঘণ্টা, মে ০৭, ২০২৩
কেইউএ/ এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।