ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে গেল বাস, আহত ২০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, মে ৭, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে গেল বাস, আহত ২০

ঝালকাঠি: বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেছে  যাত্রীবাহী একটি বাস। এতে ওই বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।

রোববার (৭ মে) বিকেল ৪টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার ষাটপাকিয়া এলাকায় মেসার্স আনোয়ার ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতাল ও বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার বিকেল ৪টার দিকে ঢাকা থেকে ভান্ডারিয়াগামী মিজান পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। এসময় ওই বাসে থাকা ১৫ থেকে ২০ জন যাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে বরিশাল ও ঝালকাঠি হাসপাতালে পাঠানো হয়েছে।  

বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আতাউর রহমান বলেন, নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস সড়কের ওপর উল্টে যায়। এতে ১৫ থেকে ২০ জন যাত্রী আহত হয়েছেন। বাসটি রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, মে ৭, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।