ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, মে ৮, ২০২৩
নরসিংদীতে ট্রেনের ধাক্কায় এক নারীর মৃত্যু

নরসিংদী: নরসিংদীতে ট্রেনের ধাক্কায় মমতাজ বেগম (৫৫) নামে এক নারী নিহত হয়েছেন।

সোমবার (০৮ মে) সকালে শহরেরর বাদুয়ারচর রেলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মমতাজ নরসিংদী শহরের দক্ষিণ বাদুয়ারচর এলাকার মৃত আব্দুল কাদিরের স্ত্রী।

রেলওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে নরসিংদী রেলস্টেশনের অদূরে বাদুয়ারচর এলাকার রেললাইন ধরে হাঁটছিলেন মমতাজ বেগম। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনটি বাদুয়ারচর এলাকায় পৌঁছালে ওই নারীকে দেখে চালক হর্ণ বাজায়। পরে তিনি রেললাইন থেকে এক পা বাহিরে আনার সময় ট্রেনটির হালকা ধাক্কা লেগে পাশে ছিটকে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক মমতাজকে মৃত ঘোষণা করেন।

নরসিংদী রেলওয়ে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রকিবুল ইসলাম বলেন, নিহত মমতাজের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, মে ০৮,২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।