ঢাকা, মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, মে ৮, ২০২৩
মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুলছাত্রের মৃত্যু

মাগুরা: মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অনিমেষ রায় (১২) নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার (০৮ মে) দুপুর ১২টার দিকে মাগুরা সদর উপজেলার হাজিপুর গ্রামে নিজ বাড়িতে সে বিদ্যুৎস্পৃষ্ট হয়।

নিহত অনিমেষ ওই গ্রামের অকিল রায়ের ছেলে এবং হাজীপুর মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।

অনিমেষের চাচা নিখিল রায় জানান, পরিবারের অন্য সদস্যরা নিজ নিজ কাজে ব্যস্ত ছিলেন। জ্বরে আক্রান্ত অনিমেষ তার ঘরেই ছিল। দীর্ঘ সময় তাকে বাইরে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে দেখেন, সে মেঝেতে পড়ে আছে। তার হাতে পোড়া দাগ দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক অনিমেষকে মৃত ঘোষণা করেন। তবে ঘরের মধ্যে একা থাকা অনিমেষ কিভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছে সেটি এখনও জানা যায়নি।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকার্তা (ওসি) সেকেন্দার আলী জানান, হাসপাতালে অস্থায়ী লাশঘরে মরদেহ রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, মে ০৮,২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।