ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে র‍্যাবের রাতভর অভিযানে ৪ জঙ্গি আটক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩০ ঘণ্টা, মে ৯, ২০২৩
সিলেটে র‍্যাবের রাতভর অভিযানে ৪ জঙ্গি আটক

সিলেট: সিলেটে রাতভর অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র চার সদস্যকে আটক করেছে র‍্যাব।

সোমবার (৮ মে) দিবাগত রাতে সদর উপজেলার এয়ারপোর্ট থানাধীন বড়শলা এলাকা থেকে র‍্যাব-৯ তাদের আটক করে।

র‍্যাব-৯ সিলেটের গণমাধ্যম শাখা জানায়, আটক চারজনের মধ্যে ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র শুরা সদস্য ও দাওয়াতি শাখার প্রধান আব্দুল্লাহ মায়মূনও রয়েছে। তারা সবাই পাহাড়ে প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি।

র‍্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতভর বড়শলায় অভিযান চালিয়ে জঙ্গিদের চার জনের একটি দলকে আটক করা হয়।

এ বিষয়ে র‍্যাব সিলেটের সদর দপ্তরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১২৯ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এনইউ/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।