ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মোটরসাইকেলের ট্যাংকে মিলল ফেনসিডিল, ২ যুবক গ্রেপ্তার

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, মে ৯, ২০২৩
মোটরসাইকেলের ট্যাংকে মিলল ফেনসিডিল, ২ যুবক গ্রেপ্তার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে মোটরসাইকেলের ট্যাংকের নিচে বিশেষ কায়দায় লুকিয়ে ফেনসিডিল পাচারকালে দুই যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (০৯ মে) দুপুরে র‍্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গ্রেপ্তাররা হলেন- লালমনিরহাট জেলার হাতিবান্দা উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের  মোজাম্মেল হকের ছেলে বাবু মিয়া (২৬) ও একই জেলার আদিতমারী উপজেলার সাহেবডাঙ্গা গ্রামের এলাহী বক্সের ছেলে ভোলা মিয়া (৩৮)।  

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (০৮ মে) রাতে গোবিন্দগঞ্জ উপজেলার  বাসস্ট্যান্ড এলাকায় চেকপোস্ট বসিয়ে ঢাকা-রংপুর মহাসড়কে তল্লাশি চালানো হয়। এসময় মোটরসাইকেলের ট্যাংকের পাশে অভিনব কায়দায় লুকানো ৯২ বোতল ফেনসিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।

মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার মাদক কারবারিরা দীর্ঘদিন যাবত মাদক বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় র‌্যাব-১৩ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করে আলামতসহ আটক দুজনকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মে ০৯, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।