ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩২ ঘণ্টা, মে ১১, ২০২৩
মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ঢাকায়

ঢাকা: মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকায় এসেছেন।

বৃহস্পতিবার (১১ মে) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে তাকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী এ কে এম মোজাম্মেল হক।

মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম ঢাকায় ষষ্ঠ ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দেবেন। আগামী ১২-১৩ মে ইন্ডিয়ান ওশান কনফারেন্স ঢাকায় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইন্ডিয়া ফাউন্ডেশন ২০১৬ সাল থেকে বিভিন্ন দেশে সেই দেশের সরকারের সাথে যৌথ আয়োজনে ইন্ডিয়া ওশান কনফারেন্স নামক এই সম্মেলন নিয়মিত আয়োজন করে আসছে।  

সম্মেলনটি মূলত ভারত মহাসাগরের উপকূলবর্তী দেশসমূহকে নিয়ে আয়োজন করা হলেও এতে পরিবর্তিত বৈশ্বিক প্রেক্ষাপটে বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে।  

এ পর্যন্ত সর্বমোট পাঁচটি সম্মেলন যথাক্রমে সিঙ্গাপুর (২০১৬), শ্রীলঙ্কা (২০১৭), ভিয়েতনাম (২০১৮), মালদ্বীপ (২০১৯) ও সংযুক্ত আরব আমিরাতে (২০২১) অনুষ্ঠিত হয়েছে। ষষ্ঠ আসরটি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সেহেলী সাবরীন জানান, প্রতিবছর সম্মেলনটিতে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধান, মন্ত্রী, বহু-পাক্ষিক সংস্থাসমূহের প্রধান, গবেষকসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অংশ নেন।  

বাংলাদেশ থেকে বিগত আসরসমূহে উচ্চ পর্যায়ের প্রতিনিধি যথা- পররাষ্ট্রমন্ত্রী (২০১৬), বাণিজ্যমন্ত্রী (২০১৭), পরিকল্পনামন্ত্রী (২০১৮), পররাষ্ট্রপ্রতিমন্ত্রী (২০১৯), সংসদ সদস্য (২০২১) অংশ নেন করেন।

বাংলাদেশে অনুষ্ঠিতব্য সম্মেলনে এক বা দুইজন রাষ্ট্রপ্রধানসহ বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী-মন্ত্রী এবং বিভিন্ন সেক্টরের উচ্চপর্যায়ের প্রতিনিধি, আন্তর্জাতিকভাবে স্বনামধন্য প্যানেলিস্ট, শিক্ষাবিদ, গবেষকরা অংশ নেবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ১১, ২০২৩
টিআর/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।