ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, অচেতন চালকের হাসপাতালে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মে ১১, ২০২৩
বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা, অচেতন চালকের হাসপাতালে মৃত্যু

ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরের তাজমহল রোড এলাকায় একটি প্রাইভেটকারের গ্লাস ভেঙে অচেতন অবস্থায় চালককে উদ্ধারের পরে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১১ মে) সকালে ফায়ার সার্ভিসের সহায়তায় শাহজাহান (৫০) নামে ওই চালককে উদ্ধার করা হয়।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, নিহত ব্যক্তি এবি ব্যাংকের গাড়ি চালক। ব্যাংকের গাড়ি থেকেই অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, তিনি ব্যাংকের কর্মকর্তাদের আনা-নেওয়া করতেন। সকাল বেলা যাওয়ার সময়ে হঠাৎ গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা খায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় গাড়ির গ্লাস ভেঙ্গে অচেতন অবস্থায় চালক শাহজাহানকে উদ্ধার করা হয়।

তিনি জানান, বিষয়টি ব্যাংক কর্তৃপক্ষকে জানানো হয়েছে। পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, মে ১১, ২০২৩
পিএম/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।