ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই বন্ধু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, মে ১১, ২০২৩
সোনাগাজীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, দুই বন্ধু আটক

ফেনী: ফেনীর সোনাগাজীতে দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে এক প্রতিবন্ধী কিশোরী (১৫)।  

বৃহস্পতিবার (১১ মে) দুপুরে উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এক ভুট্টাক্ষেতে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় শাকিব (২১) ও রাজিব (২০) নামে দুই তরুণকে আটক করা হয়েছে। স্থানীয়রা তাদের হাতে নাতে আটক করে পুলিশে সোপর্দ করেছে।  

আটক শাকিব সোনাগাজী সদর ইউনিয়নের চরখোন্দকার গ্রামের আবদুর রবের ছেলে এবং রাজিব চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামের এতিম আলীর ছেলে।  

এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে ওই দুইজনের নামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

পুলিশ, ভিকটিমের পরিবার ও এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার (১১ মে) দুপুর ১২টার দিকে চরচান্দিয়া ইউনিয়নের দক্ষিণ চরচান্দিয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিল প্রতিবন্ধী ওই কিশোরী। এসময় একা পেয়ে অভিযুক্ত দুই তরুণ পাশের ভুট্টাক্ষেতে নিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করেন।  

শাকিব ও রাজিব দুইজনেই পেশায় ব্যাটারিচালিত অটোরিকশা চালক। তারা দুজন বন্ধু এবং একাধিক অপকর্মের সঙ্গে জড়িত বলে স্থানীয়দের অভিযোগ।

তাদের বিরুদ্ধে সোনাগাজী মডেল থানায় একাধিক মামলাও রয়েছে। সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ খালেদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, মে ১১, ২০২৩
এসএইচডি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।