ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৪ ঘণ্টা, মে ১৩, ২০২৩
সিরাজগঞ্জে ইয়াবা-গাঁজাসহ আটক ৩

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরে পৃথক দুটি অভিযানে ১ হাজার ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে জেলা গোয়েন্দা ডিবি (পুলিশ)।

শুক্রবার (১২ মে) রাতে পৌর এলাকার রহমতগঞ্জ মহল্লার কাঠেরপুল ও বাজার স্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

 

আটকরা হলেন- সদর উপজেলার হরিনা গোপাল গ্রামের মৃত মমিন শেখের ছেলে মো. আইয়ুব শেখ (৩০), শহরের নতুন ভাঙ্গাবাড়ি মহল্লার মৃত আব্দুল আজিজের ছেলে মো. রুহুল আমিন (৩৫) ও ধানবান্ধি ১০ নম্বর রোড এলাকার মৃত মোকছের শেখের ছেলে  মো. বুলবুল (৫৫)।

শনিবার (১৩ মে) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রওশন আলী।  

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রহমতগঞ্জ কাঠের পুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ আইয়ুব শেখ ও রুহুল আমিনকে আটক করা হয়। এরপর বাজার স্টেশন এলাকায় সম্পা হোটেলের সামনে অভিযান চালিয়ে গাঁজাসহ বুলবুলকে আটক করা হয়েছে। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি রওশন।  

বাংলাদেশ সময়: ১৪৫২ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।