ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

পদ্মা সেতুতে সাড়ে দশ মাসে ৭০০ কোটি টাকারও বেশি টোল আদায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
পদ্মা সেতুতে সাড়ে দশ মাসে  ৭০০ কোটি টাকারও বেশি টোল আদায় পদ্মা সেতুতে টোল আদায় -ফাইল ছবি

ঢাকা: উদ্বোধনের সাড়ে দশ মাসের মধ্যেই পদ্মা সেতুর টোল আদায় ৭০০ কোটি টাকা ছাড়িয়েছে। শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে।

গত ২৬ জুন‌ উদ্বোধনের পর এই পরিমাণ টোল আদায় হয়েছে স্বপ্নের এই সেতু থেকে। ফলে উদ্বোধনের পর থেকে ৩২০ দিনে দৈনিক গড়ে ৩ কোটি ১৯ লাখ ৩৭ হাজার ৫০০ টাকার টোল আদায় হচ্ছে।

শনিবার (১৩ মে) গণমাধ্যমকে এ তথ্য  নিশ্চিত করেছেন পদ্মা সেতুর অতিরিক্ত পরিচালক আমিরুল হায়দার চৌধুরী।

তিনি বলেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে অর্থাৎ গত ২৬ জুন থেকে শুক্রবার (১২ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৭০২ কোটি ৪১ লাখ ৭৮ হাজার ৫০০ টাকা টোল আদায় হয়েছে। এ সময়ে পদ্মা সেতু দিয়ে মোট যানবাহন পারাপার হয়েছে ৪৯ লাখ ৪০ হাজার ৫০৭টি।

এরমধ্যে মাওয়া টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ১৫ হাজার ৫৩৭টি এবং জাজিরা টোল প্লাজা দিয়ে ২৪ লাখ ৮৮ হাজার ৯৭০টি যানবাহন পারাপার হয়।

তিনি আরও জানান, উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত পদ্মা সেতুর মাওয়া প্রান্তের টোল প্লাজায় ৩৪৭ কোটি ৫৩ লাখ ৮ হাজার ৫০ টাকা এবং জাজিরা প্রান্তে ৩৫৪ কোটি ৮৮ লাখ ৭০ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মে ১৩, ২০২৩
এনবি/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।