ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ১৪, ২০২৩
ঘূর্ণিঝড় মোখা: লক্ষ্মীপুরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছবি- নিজাম উদ্দিন

লক্ষ্মীপুর: বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় মোখার প্রভাবে আজ রোববার (১৪ মে) সকালে লক্ষ্মীপুর উপকূলীয় অঞ্চলের কিছু কিছু এলাকায় গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।

আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন।

নদীতে এখনো স্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতে দেখা গেছে। তবে কোনো জেলে নদীতে মাছ শিকারে নামেননি।

উপকূলীয় এলাকার বাসিন্দাদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা থাকলেও, এখনো পর্যন্ত তারা আশ্রয়কেন্দ্রে যাননি। তাদের জীবনযাত্রা স্বাভাবিক দেখা গেছে।

এদিকে উপকূলের লোকজনকে সতর্ক করতে প্রশাসন এবং রেডক্রিসেন্টের পক্ষ থেকে সচেতনতামূলক বার্তা দেওয়া হচ্ছে। দুর্গত এলাকার বাসিন্দাদের জন্য ১৮৫টি আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা হলেও, কেউ আশ্রয়কেন্দ্রে আসেনি। উপকূলীয় বাসিন্দারা জানিয়েছেন, আবহাওয়া পরিস্থিতি খারাপ হতে দেখা দিলেই, তারা আশ্রয়কেন্দ্র অবস্থান নেবেন।  

এছাড়া নদীর চরে বসবাস করা বাসিন্দাদের মধ্যে অনেকে এখনো নিরাপদ আশ্রয়ে আসেনি। নিজেদের গবাদিপশু এবং ঘরবাড়ি রেখে কোথাও যেতে চাচ্ছেন না তারা।  

বাংলাদেশ সময়: ০৭৪৮ ঘণ্টা, মে ১৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।