ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ইবিতে হলের খাবারের মান নিয়ে অসন্তোষ, তালা লাগিয়ে বিক্ষোভ

ইবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৬ ঘণ্টা, মে ১৫, ২০২৩
ইবিতে হলের খাবারের মান নিয়ে অসন্তোষ, তালা লাগিয়ে বিক্ষোভ

ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ রাসেল হলের ডাইনিংয়ে খাবারের মান নিয়ে ক্ষুব্ধ হয়ে হলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন আবাসিক শিক্ষার্থীরা।  

রোববার (১৪ মে) বিকেল ৩টায় হলের প্রধান ফটকে তালা দিয়ে তারা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরে হল প্রভোস্টের আশ্বাসে তারা আন্দোলন স্থগিত করেন।  

এসময় তারা ‘নষ্ট খাবার চলবে না, বন্ধ করো করতে হবে’, ‘শেখ রাসেল হল ছাত্রসমাজ এক হও’, ‘লড়াই করো’ ‘ডাইনিং ম্যানেজার পরিবর্তন করো করতে হবে’ সহ নানা স্লোগান দিতে থাকেন।  

শিক্ষার্থীরা জানান, এর আগে হলের খাবারের মান নিয়ে ডাইনিং ম্যানেজার ও হলের প্রভোস্টকে একাধিকবার অভিযোগ করেন তারা। কিন্তু হল কর্তৃপক্ষ শুধু আশ্বাসবাণী শুনিয়ে গেছে। তাদের পক্ষ থেকে কোনো পদক্ষেপ আসেনি। হলের ডাইনিং ম্যানেজার অধিক লাভের উদ্দেশ্যে নিম্নমানের খাবার পরিবেশন করছেন। এর পেছনে প্রশাসনের মদদ থাকতে পারে বলেও অভিযোগ শিক্ষার্থীদের।  

শেখ রাসেল হলের আবাসিক শিক্ষার্থী আলমগীর হোসেন জানান, ‘দিনে দিনে হলের ডাইনিংয়ের খাবারের মান এতই খারাপ যে বাধ্য হয়ে অন্য হলে খাবার খেতে যেতে হয়। অন্য হলেও একই দশা। ভাতে পোকা, কালো চাল, মাছের টুকরা এতটাই ছোট করা হয় যে তা গিলে ফেলা যায়, মাছ আছে তো ঝোল নেই। যখনই ডাইনিং ম্যানেজারকে এ বিষয় নিয়ে বলতে যাই তখন তিনি লোকসানের কারণ দেখান। ’

আরেক শিক্ষার্থী এস এম সুইট বলেন, ‘আমরা হলের প্রভোস্টকে এ বিষয়ে আবগত করেছি। তিনি আমাদের সঙ্গে সোমবার দুপুরে বসবেন বলে মোবাইল ফোনে জানিয়েছেন। তারা আমাদের কাছে সময় চেয়েছেন। তিনি যথাযথ ব্যবস্থা না নিলে আগামীকালই আমরা পদক্ষেপ নেব। ’

প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. দেবাশীষ শর্মা বলেন, এটি বহুমুখী সমস্যার সামগ্রিক ফল। বর্তমানে ডাইনিংগুলোতে যে ভর্তুকি দেওয়া হচ্ছে তা অবশ্যই অপর্যাপ্ত। আবার ভর্তুকি বাড়ানোর পরেও দেখা যায় ডাইনিংয়ে মান বাড়ে না। তবে আমরা চেষ্টা করবো মান যেন বজায় থাকে। তাছাড়া ৪র্থ শ্রেণির কর্মচারী নিয়োগ না হওয়ায় হল প্রশাসনের টাকায় তাদের রাখা হয় ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে ও ভর্তুকি কমেছে।  

তিনি আরও বলেন, সরকার থেকে তিন মাসের ভর্তুকি এখনো এসে পৌঁছেনি। খাবারের বিষয়ে শিক্ষার্থীদের নিয়ে আমরা শিগগিরই বসবো। আমরা চেষ্টা করবো মান বাঁচাতে। ফান্ড থেকে ভর্তুকি বাড়িয়ে হলেও মান বাড়ানো ও গ্রহণযোগ্য সমাধানে আসবে।

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ১৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।