ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে আগুনে পুড়লো কলোনির শতাধিক কক্ষ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ১৬, ২০২৩
গাজীপুরে আগুনে পুড়লো কলোনির শতাধিক কক্ষ

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর থানার চক্রবর্তী এলাকায় একটি কলোনিতে আগুন লেগে শতাধিক কক্ষ পুড়ে গেছে।  

সোমবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে এ আগুনের সূত্রপাত হয়।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নেভায়।  

ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার প্রণব চৌধুরী জানান, চক্রবর্তী এলাকায় পাঁচ ভাই-বোনের মালিকানাধীন একটি কলোনিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন টিনশেডের পুরো কলোনিতে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে আগুনে ওই টিনশেড কলোনির শতাধিক কক্ষ পুড়ে যায়। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।