ঢাকা, সোমবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কমিশনের সুপারিশে ২২ কর্মকর্তা বরখাস্তের খবর ভুয়া: গুম কমিশন প্রধান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
কমিশনের সুপারিশে ২২ কর্মকর্তা বরখাস্তের খবর ভুয়া: গুম কমিশন প্রধান গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী

ঢাকা: দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের সুপারিশের ভিত্তিতে নিরাপত্তা বাহিনীর কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করা হয়নি বলে জানিয়েছেন কমিশনের প্রধান অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

গুম কমিশন প্রধানের বরাত দিয়ে রোববার (নভেম্বর ২৪) এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ কথা জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশে বলপূর্বক গুমের ঘটনা তদন্তে গঠিত কমিশনের কোনো সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ নিরাপত্তা বাহিনী তাদের কোনো কর্মকর্তা ও সদস্যকে বরখাস্ত করেনি। বেশ কয়েকটি টিভি স্টেশন এই বানোয়াট উন্নয়ন নিয়ে ভুলভাবে সংবাদ প্রচার করছে।

গুম তদন্ত কমিশন কাউকে বরখাস্ত করার কোনো সুপারিশ করেনি নিশ্চিত করে কমিশন প্রধান বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী বলেন, আমাদের সুপারিশের ভিত্তিতে দেশের নিরাপত্তা বাহিনীর ২২ সদস্যকে বরখাস্ত করা হয়েছে, এমন খবর মিথ্যা। এটা ভুয়া খবর। আমরা আশা করি টিভি স্টেশনগুলি একটি সংশোধন চালাবে।

বাংলাদেশ সময়: ২১৫০ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২৪
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।