ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

হবিগঞ্জে সরকারিভাবে ধান-চাল কেনা শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৮ ঘণ্টা, মে ১৬, ২০২৩
হবিগঞ্জে সরকারিভাবে ধান-চাল কেনা শুরু

হবিগঞ্জ: হবিগঞ্জে ২০২৩ সালের অভ্যন্তরীণ বোরো ধান ও সেদ্ধ চাল সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
 
মঙ্গলবার (১৬ মে) হবিগঞ্জ খাদ্য গুদামে সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।


 
এ বছর জেলায় ২১ হাজার ৮৩ মেট্রিক টন ধান ও চাল সংগ্রহ করবে খাদ্য বিভাগ। এর মধ্যে ৬ হাজার ৬৫৯ মেট্রিক টন ধান এবং ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল।
 
উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার, জেলা খাদ্য নিয়ন্ত্রক চাই থোয়াই প্রু মারমা, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. মিজানুর রহমান প্রমুখ।
 
খাদ্য বিভাগ জানায়, জেলার ১৪টি অটো রাইস মিল থেকে ১৪ হাজার ৪২৪ মেট্রিক টন সেদ্ধ চাল সংগ্রহ করা হবে। ধান সংগ্রহ করা হবে সরাসরি কৃষক পর্যায় থেকে লটারির মাধ্যমে।
 
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি আবু জাহির স্বচ্ছ প্রক্রিয়ায় ধান-চাল সংগ্রহের প্রক্রিয়া সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশনা দেন।
 
বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।