ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্ট যাত্রী আটক 

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, মে ১৬, ২০২৩
বেনাপোলে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্সসহ পাসপোর্ট যাত্রী আটক 

বেনাপোল (যশোর): বেনাপোলে ৪৭০টি নকল মোটর ড্রাইভিং লাইসেন্সসহ আব্দুস সবুর নামে এক পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (১৬ মে) বেলা ১২টার দিকে বেনাপোল আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে থেকে তাকে আটক করা হয়।

আটক আব্দুস সবুর সাতক্ষীর জেলার চিংড়াখালি গ্রামের মীর নূর ইসলামের ছেলে।  

বিজিবি জানায়, ভারত থেকে এক পাসপোর্ট যাত্রী অবৈধ মালামাল নিয়ে বেনাপোল ইমিগ্রেশনের সামনে এসে অবস্থান করছেন- এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের সামনে নজরদারির বাড়ানো হয়। পরে সন্দেহভাজন হিসেবে আব্দুস সবুর নামে এক পাসপোর্ট যাত্রীর ব্যাগে তল্লাশি চালানো হয়। এসময় তার ব্যাগে ৪৭০টি নকল ড্রাইভিং লাইসেন্স পাওয়ায় তাকে আটক করা হয়।  

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার দেলোয়ার হোসেন জানান, উদ্ধার করা নকল ড্রাইভিং লাইসেন্সগুলো কালো বাজারে প্রায় ৩৮ লাখ টাকায় বিক্রি হতো।  

এ ঘটনায় মামলা দায়ের করে আটক ব্যক্তিকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হচ্ছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, মে ১৬, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।