ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কেএনএফ সম্পৃক্ততার অভিযোগে বান্দরবানে সাংবাদিক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
কেএনএফ সম্পৃক্ততার অভিযোগে বান্দরবানে সাংবাদিক গ্রেপ্তার গ্রেপ্তার লোঙা খুমি

বান্দরবান: বান্দরবানে সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার সন্দেহে লোঙা খুমি নামে এক ব্যক্তিকে (৩৮) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

শুক্রবার (১৯ মে) সকালে তাকে রুমা থানায় হস্তান্তর করে সেনাবাহিনী।

আটক লোঙা খুমি (৪০) বান্দরবানের রুমা থানার ৩নং ওয়ার্ডের ঙাচা খুমী'র ছেলে। তিনি দৈনিক মানবজমিন পত্রিকার বান্দরবানের রুমা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সাম্প্রতিক সময়ে পার্বত্য এলাকায় বহুল আলোচিত সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে লোঙা খুমিকে আটক করা হয়েছে।

রুমা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আলমগীর এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, শুক্রবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে সেনাবাহিনীর সদস্যরা লোঙা খুমিকে রুমা থানায় সোপর্দ করে। কেএনএফের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাকে আটক করা হয় এবং পরে তাকে পুলিশের মাধ্যমে বান্দরবানে আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বাংলাদেশ সময়: ০৮২৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।