ঢাকা, রবিবার, ২ অগ্রহায়ণ ১৪৩১, ১৭ নভেম্বর ২০২৪, ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৯ ঘণ্টা, মে ২০, ২০২৩
পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু প্রতীকী ছবি

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রামে পেঁয়াজের আড়তে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওমর ফারুক (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।  

শনিবার (২০ মে) সকালে পাটগ্রাম পৌরসভার রসুলগঞ্জ স্টেশনপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফারুক ওই এলাকার মনর উদ্দীনের ছেলে।

স্থানীয়রা জানান, পাটগ্রাম বাজারের মোতালেবের পেঁয়াজের আড়তের টিনের বেড়ায় ত্রুটিবশত বৈদ্যুতিক তারের সংযোগ হয়ে বিদ্যুতায়িত হয়। আড়তে পেঁয়াজের বস্তা সড়ানোর সময় সেই টিনের বেড়ায় স্পর্শ লেগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন শ্রমিক ফারুক। তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৩৮ ঘণ্টা, মে ২০, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।