ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা ৫২ বছরেও বাস্তবায়ন হয়নি: মেনন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা ৫২ বছরেও বাস্তবায়ন হয়নি: মেনন

ঢাকা: বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, স্বাধীন বাংলাদেশ সরকারের ঘোষণা সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার ৫২ বছরেও বাস্তবায়ন হয়নি।

শনিবার (২০ মে) দুপুরে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে ‘বাংলাদেশের মুক্তির সংগ্রামে রাশেদ খান মেনন’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধের সব শক্তিকে এ ঘোষণা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একইভাবে ’৭২ সংবিধানের মূলনীতি বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতার প্রতি রাজনৈতিক অঙ্গীকার দৃঢ় করতে হবে। তা না হলে মুক্তিযুদ্ধের বাংলাদেশ গড়ে উঠবে না।

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ আমাদের জীবনে শ্রেষ্ঠ কাজ। মুক্তিযুদ্ধের বাংলাদেশ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান। বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের মহান নেতা, দেশের জনগণ হচ্ছে মুক্তিযুদ্ধের মহানায়ক। দেশের জনগণের অকুতোভয় সাহস দৃঢ়তা মুক্তিযুদ্ধকে বিজয় ছিনিয়ে এনেছে। আমরা বামপন্থীরা মুক্তিযুদ্ধে সাহসী অবস্থান গ্রহণ করেছিলাম। আজ সেই মুক্তিযুদ্ধের চেতনা অনেকটা ম্রিয়মাণ হয়ে পড়েছে। আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নিতে হবে।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আবুল হোসাইন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য মোজাফ্ফর হোসেন পল্টু।

সভায় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ডি এন মণ্ডল, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক, আনোয়ার হোসেন আনু, খোকন চন্দ্র মজুমদার ও বিশিষ্ট সাংবাদিক মাহবুব আলম প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, মে ২০, ২০২৩
আরকেআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।