ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুলিয়ারচরে ‌‘চাল কর্জ’ নিয়ে হামলায় কৃষক খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, মে ২১, ২০২৩
কুলিয়ারচরে ‌‘চাল কর্জ’ নিয়ে হামলায় কৃষক খুন

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলায় ‘চাল কর্জ’ নিয়ে হামলায় রতন মিয়া (৩৫) নামে এক কৃষক খুন হয়েছেন।  
 
শনিবার (২০ মে) উপজেলার আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রতন মিয়া (৩৫) উপজেলার গোবরিয়া-আব্দুল্লাহপুর ইউনিয়নের আব্দুল্লাহপুর দক্ষিণপাড়া এলাকার মো. বিল্লাল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে প্রতিবেশী রতন মিয়ার বাড়িতে চাল আনতে যান শিখা আক্তার। চাল না দেওয়ায় রতন ও তার স্ত্রীর সঙ্গে শিখার কথা কাটাকাটি হয়। এর জের ধরে বাড়ির পাশে লটকন বাগানে শিখা ও রতনের পরিবারের মধ্যে মারামারি শুরু হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র দিয়ে রতনকে রক্তাক্ত জখম করেন শিখার পরিবারের লোকজন। পরে গুরুতর আহতাবস্থায় রতনকে উদ্ধার করে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০১৩০ ঘণ্টা, মে ২১, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।