ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্রীপুরে কৃষকের ২০ শতাংশ জমির কলাগাছ কেটে দিল প্রতিপক্ষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, মে ২১, ২০২৩
শ্রীপুরে কৃষকের ২০ শতাংশ জমির কলাগাছ কেটে দিল প্রতিপক্ষ

মাগুরা: মাগুরার শ্রীপুরে রাতের আঁধারে ইসরাফিল হোসেন নামে এক কৃষকের ২০ শতাংশ জমির ২ শতাধিক কলাগাছ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজন।

 শনিবার (২০ মে) গভীর রাতে উপজেলার গয়েশপুর ইউনিয়নের চরচাকদাহ গ্রামে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে ভুক্তভোগী ইসরাফিল হোসেন বলেন, শত্রুতার জেরে শনিবার রাতের আঁধারে চরচাকদাহ গ্রামের হাবিব মোল্যা, আইনউদ্দিন বিশ্বাস, লুৎফর বিশ্বাস, উসমান বিশ্বাস, কাসেম মণ্ডল, হাসেম মণ্ডল ও মানিক মণ্ডলসহ বেশ কয়েক জন আমার ২০ শতাংশ জমির ২শ ধরন্ত কলাগাছ কেটে ফেলেছে।

পূর্ব বিরোধের জেরে তারা এ ঘটনা ঘটিয়েছেন বলে অভিযোগ করেন তিনি।

এ বিষয়ে অভিযুক্ত হাবিব মোল্যা বলেন, তাদের সঙ্গে আমাদের পূর্ব শত্রুতা রয়েছে। তাদের বিরুদ্ধে ২টি মামলাও রয়েছে। আমাদের ধারণা তারা এ ঝামেলা থেকে বাঁচার জন্য নিজেদের গাছ নিজেরাই কেটে উল্টো আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশারুল ইসলাম জানান, ঘটনাটি শুনে পুলিশ পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০২০ ঘণ্টা, মে ২১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।