ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৯৯৯ নম্বরে ফোন করে ছেলেকে পুলিশে দিলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মে ২৩, ২০২৩
৯৯৯ নম্বরে ফোন করে ছেলেকে পুলিশে দিলেন মা

মেহেরপুর: জাতীয় জরুরি সেবা-৯৯৯ নম্বরে ফোন করে ছেলে সাদ্দাম হোসেনকে (৩০) পুলিশের হাতে তুলে দিয়েছেন এক অসহায় মা।  

সাদ্দাম হোসেন মেহেরপুর শহরের ২ নম্বর ওয়ার্ড বোসপাড়া এলাকার মৃত হজরত আলীর ছেলে।

সোমবার (২২ মে) দিনগত রাতে সাদ্দাম হোসেন পারিবারিক কলহের জেরে তার নিজের বাড়ি ঘর ভাঙচুর করছিল। অসহায় মা তাকে থামাতে না পেরে অবশেষে ৯৯৯ কল দেন। ৯৯৯ কল পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম ঘটনাস্থলে গিয়ে   তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।

সাদ্দাম হোসেনের মা সানোয়ারা খাতুন বলেন, বাড়িতে কোনো কিছু হলেই সে বাড়ি ঘর ও ঘরের জিনিসপত্র ভাঙচুর করে। তাই এবার সহ্য করতে না পেরে ৯৯৯ কল দিয়ে ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছি।

সদর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, বাড়ি ঘর ভাঙচুর করার অপরাধে সাদ্দাম হোসেন (৩০) নামে একজনকে ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়েছে।

আসামি সাদ্দাম হোসেনকে আজ মঙ্গলবার (২৩ মে) সকালে আদালতের মাধ্যমে মেহেরপুর জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৩৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।