ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

দুই ভাইয়ের মারামারি, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, মে ২৩, ২০২৩
দুই ভাইয়ের মারামারি, টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু

হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় টয়লেট নির্মাণ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধের জেরে মারামারিতে টেঁটাবিদ্ধ হয়ে একজনের মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার (২৩ মে) সকালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

এর আগে সোমবার (২২ মে) সন্ধ্যায় দুই ভাইয়ের মধ্যে মারামারি হয়।  

মঙ্গলবার দুপুরে বানিয়াচং সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
 
নিহত মঈনুল হোসেন (২২) বানিয়াচং উপজেলার টুপিয়াজুরী গ্রামের নূর ইসলামের ছেলে।
 
পুলিশ জানায়, রাস্তার ওপরে টয়লেট নির্মাণকে কেন্দ্র করে মঈনুলের সঙ্গে তার আপন ভাই তাজুল হোসেনের বিরোধ ছিল। সোমবার সন্ধ্যায় ফুটবল খেলা নিয়ে ফের তাদের মধ্যে বাগ-বিতণ্ডা হয়। এ সময় উভয়পক্ষের মধ্যে মারামারি শুরু হলে মঈনুলের বুকে টেঁটা (দেশীয় অস্ত্র) বিদ্ধ হয়।
 
আহত অবস্থায় তাকে প্রথমে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মঙ্গলবার (আজ) ভোরে সেখানে তার মৃত্যু হয়েছে।
 
অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
 
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, মে ২৩, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।