ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে আদা-মসলার বাজারে অভিযান, জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৭ ঘণ্টা, মে ২৪, ২০২৩
ফরিদপুরে আদা-মসলার বাজারে অভিযান, জরিমানা

ফরিদপুর: দামে কারসাজি ও অতিরিক্ত দাম নেওয়ায় ফরিদপুরে আদা ও মসলা জাতীয় পণ্যের বাজারে অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তর।  

বুধবার (২৪ মে) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ফরিদপুর জেলা সদরের কানাইপুর বাজারে এ অভিযান চালানো হয়।

 

অভিযানে আদা ও মসলা জাতীয় পণ্যসহ নিত্যপণ্যের বিক্রয় রশিদ না থাকা, দাম বেশি রাখা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষণ ও প্রদর্শন না করার অপরাধে মেসার্স মিয়া ট্রেডার্সকে ২ হাজার টাকা, আক্কাস স্টোরকে ১ হাজার টাকা এবং মেসার্স আমিন হলুদ মিল মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনা করেন ফরিদপুর জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ।  

অভিযান পরিচালনায় সহযোগিতা করেন- জেলা নিরাপদ খাদ্য পরিদর্শক মো. বজলুর রশিদ খান, জেলা পুলিশের একটি টিম। এসময় সংশ্লিষ্ট বাজার ব্যবসায়ী নেতারাও উপস্থিত ছিলেন।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ বাংলানিউজকে বলেন, বাজারে আদা ও মসলার দামে কারসাজি এবং অতিরিক্ত দাম রোধে অভিযান চালিয়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।  

ফরিদপুর জেলা প্রশাসনের সহযোগিতায় জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২৫ ঘণ্টা, মে ২৪, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।