ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
ঠাকুরগাঁওয়ে দুই ভুয়া ডিবি পুলিশ আটক

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মুন্না হাসান (৩৫) ও নুর মোহাম্মদ (৩৪) নামে দুইজন ভুয়া ডিবি পুলিশকে আটক করা হয়েছে।  

বুধবার (২৪ মে) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের ডায়বেটিকস মোড় সংলগ্ন সুন্দরপুর আদিবাসী এলাকার আদিবাসী আমিন মার্ডির বাড়িতে ডিবি পরিচয়ে অভিযান পরিচালনা করার সময় তাদের আটক করে স্থানীয়রা।

পরে পুলিশকে খবর দিলে আটকদের উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।

মুন্না হাসান দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার ইউসুফ খলিফার ছেলে ও নুর মোহাম্মদ একই এলাকার আব্দুল মান্নানের ছেলে।  

স্থানীয়রা জানান, সুন্দরপুর গ্রামের আদিবাসী আমিন মার্ডির বাড়িতে ডিবি পরিচয়ে দুইজন অভিযান চালায়। এ সময়ে তারা আমিন মার্ডির পরিবারের লোকজনকে অবৈধ বাংলা মদের মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দেন এবং মামলা থেকে বাঁচতে হলে টাকা দিতে হবে বলে ১৮ হাজার টাকা নেন। ওই সময় কথাবার্তায় সন্দেহ হলে তাদের আটকে রেখে থানা পুলিশকে অবগত করেন স্থানীয়রা।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গুলফামুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিচয় দানকারী ওই দুইজন ভুয়া ডিবিকে আটক করে থানা হাজতে রাখা হয়েছে। তারা পুলিশের সদস্য না হয়েও পুলিশের পরিচয় দিয়েছে। এ বিষয়ে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, মে ২৫, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।