ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কারাভোগ শেষে ভারত ফিরলেন আফফান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
কারাভোগ শেষে ভারত ফিরলেন আফফান

চুয়াডাঙ্গা: অবৈধ অনুপ্রবেশের দায়ে কারাভোগ শেষে চুয়াডাঙ্গার দর্শনা চেকপোস্ট দিয়ে নিজ দেশে ফিরেছেন আফফান শেখ (২৫) নামে এক ভারতীয় নাগরিক।

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে দর্শনা জয়নগর চেকপোস্টে সব আইনি প্রক্রিয়া শেষে তাকে ভারতে পাঠানো হয়।

আফফান শেখ ভারতের মুর্শিদাবাদ জেলার সরকারপাড়া গ্রামের ইসমাইল শেখের ছেলে।

দর্শনা জয়নগর চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক আবু নাঈম বাংলানিউজকে জানান, ২০২০ সালের ১১ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন ভারতীয় নাগরিক আফফান শেখ। এ সময় তাকে আটক করে দৌলতপুর থানায় সোপর্দ করে বিজিবি। পরে তাকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন কুষ্টিয়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক। তবে রায় পেতে দীর্ঘ সময় লেগে যাওয়ায় তাকে এতোদিন জেলে থাকতে হয়েছে। রায়ের পর কুষ্টিয়া জেলা কারাগারে সাজা ভোগ শেষে আজ তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

এ সময় বাংলাদেশের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন দর্শনা চেকপোস্টের ইনচার্জ উপ-পরিদর্শক আবু নাঈম, দর্শনা থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার, দর্শনা আই সি পি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আব্দুল জলিল। আর ভারতের পক্ষে সেখানে উপস্থিত ছিলেন গেদে চেকপোস্টের ইনচার্জ গোপাল চন্দ্র দে, গেদে বিএসএফ এ সি মহেশ, কৃষ্ণগঞ্জ থানার উপ-পরির্দশক সুমন কুমার ঘোষসহ আফফানের পরিবারের সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মে ২৫, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।