ঢাকা: অনেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চুরির মামলা নিতে চান না বলে মন্তব্য করেছেন মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।
বৃহস্পতিবার (২৫ মে) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
বুধবার (২৪ মে) হবিগঞ্জ থেকে ১২টি চোরাই মোটরসাইকেলসহ চুরি চক্রের মূলহোতা মো. জাকারিয়া হোসেন হৃদয়কে গ্রেপ্তারের বিষয় জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মোহাম্মদ হারুন অর রশীদ বলেন, অনেক থানার ওসি মনে করেন, চুরির মামলা করলে খুঁজতে হবে, কষ্ট করতে হবে। একারণে অনেকে মামলা নিতে চান না। তবে আবার অনেক ওসি কষ্টও করেছেন।
তিনি বলেন, আবার মোটরসাইকেল চুরি হলে অনেকে মামলা করতে চায় না। তাই আমি বলবো মোটরসাইকেল চুরি হলে জিডি না করে মামলা করতে। থানা মামলা নিতে না চাইলে গোয়েন্দা কার্যালয়ে এলে আমরা অভিযোগ নেবো।
মোটরসাইকেল চুরি চক্রের হোতা জাকারিয়ার বিষয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন বলেন, চক্রটি সাধারণত ঢাকার শপিংমলের সামনে থেকে মোটরসাইকেল চুরি করে। তাদের একটা দোকান আছে, সেখান থেকে তারা মাস্টার চাবি সংগ্রহ করতো। ২৫-৩০ সেকেন্ডের মধ্যে সেই চাবি দিয়ে মোটরসাইকেল চুরি করে নিয়ে হবিগঞ্জের 'বন্ধু মোটরসে' বিক্রি করে দিতো।
বাংলাদেশ সময়: ১৯০৪ ঘণ্টা, মে ২৫, ২০২৩
পিএম/আরআইএস