ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রেমিককে দায়ী করে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, মে ২৬, ২০২৩
প্রেমিককে দায়ী করে চিরকুট লিখে প্রেমিকার আত্মহত্যা 

লক্ষ্মীপুর: ‘কেউ জানার আগেই লাশ তোমরা মাটিতে পুঁতে দিও। মা, আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি।

হাসান ও তার পরিবার আমাকে বাধ্য করছে মরতে। মাগো, আমি থাকলে তোমরা অপমান-অপদস্থ হবে। মানুষ তোমাদের ঘৃণা করবে। আমার ভাই-বোন এ সমাজে মুখ দেখাতে পারবে না। সেজন্য আমি চাই, তোমরা ভালো থাকো। ’

আত্মহত্যার আগে প্রেমিক হাসান ও তার পরিবারকে দায়ী করে মা-বাবা ও পরিবারের উদ্দেশে এমন চিরকুট লিখে গেছেন রিনা আক্তার (২২) নামে এক মাদরাসা শিক্ষার্থী।  

বৃহস্পতিবার (২৫ মে) দুপুরে লক্ষ্মীপুরের রামগঞ্জের লামচর ইউনিয়নের দক্ষিণ দাসপাড়া গ্রামের ফকিরের ভিটায় এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির নজির আহম্মদের মেয়ে।  

অভিযুক্ত হাসানের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার শ্যামগঞ্জ গ্রামে। হাসান সম্পর্কে রিনাদের আত্মীয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক বছর ধরে রিনা ও হাসানের মধ্যে প্রেমের সম্পর্কে ছিল। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে রিনার সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ায় হাসান। সম্প্রতি হাসান ও তার পরিবার রিনাকে অস্বীকার করে ও নানাভাবে অপমান-অপদস্থ করে। এ অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় মেয়েটি।

স্থানীয় ইউপি সদস্য মো. সামছুল ইসলাম জানান, হাসান নামে এক ছেলের সঙ্গে মেয়েটির সম্পর্ক ছিল বলে জানতে পেরেছি। ছেলের পরিবার এ সম্পর্ক মেনে নেয়নি। তাই হাসান ও তার পরিবারের নামে একটি কাগজে লিখে ওই মেয়ে আত্মহত্যা করেন। ঘটনাটি মেয়েটির পরিবার প্রথমে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। পরে জানাজানি হয়ে গেলে খবর পেয়ে পুলিশ এসে ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।  

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৩৫৪ ঘণ্টা, মে ২৬, ২০২৩
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।