ঢাকা: জাপান সফররত জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী জাপানের ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশন পরিদর্শন করেছেন। এ সময় যাদুঘরটির এক্সিকিউটিভ ডিরেক্টর ইওচি ইতো ও ড. হিরোনোবু তাকাগি স্পিকারকে স্বাগত জানান।
শুক্রবার (২৬ মে) সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আধুনিক সমাজের সঙ্গে সমন্বয় রেখে পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ ব্যবস্থাপনা, মানুষের চলাফেরায় দিক নির্দেশক সহযোগিতা করতে পারে এ রকম নেভিগেশন রোবট, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন মডিউল, সারা বিশ্বের বাস্তবিক ভিশন প্রদানকারী এলইডি প্যানেল, এন্ড্রয়েড প্রযুক্তি, সাইবার লিভিং ল্যাব ইত্যাদি উদ্ভাবনী বিষয়ে ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনের বিশেষজ্ঞ দল বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারকে বর্ণনা করেন।
উল্লেখ্য, ন্যাশনাল মিউজিয়াম ফর ইমার্জিং সাইন্স অ্যান্ড ইনোভেশনে পরিবেশ সংরক্ষণ বিষয়, প্রাকৃতিক দুর্যোগ যেমন- সাইক্লোন, ভূমিকম্প প্রভৃতির পূর্বাভাস সংক্রান্ত বিষয় ইত্যাদি উদ্ভাবনী গবেষণা হয়ে থাকে।
পরিদর্শনকালে জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত শাহাবুদ্দিন আহমদ, আ ফ ম রুহুল হক এমপি, আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী এমপি, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন এমপি, খাদিজাতুল আনোয়ার এমপি ও কানিজ ফাতেমা আহমেদ এমপি উপস্থিত ছিলেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন স্পিকারের স্বামী সৈয়দ ইশতিয়াক হোসাইন, পুত্র সৈয়দ ইবতেশাম রফিক হোসাইন, অতিরিক্ত সচিব মো. নূরুজ্জামান, স্পিকারের একান্ত সচিব এম এ কামাল বিল্লাহ, যুগ্মসচিব মো. তারিক মাহমুদ ও স্পিকারের সহকারী একান্ত সচিব মো. রাশেদ ইকবাল চৌধুরী।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এসকে/এসআইএ