ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিংগাইরে ৮ লাখ টাকার হেরোইনসহ আটক তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, মে ২৭, ২০২৩
সিংগাইরে ৮ লাখ টাকার হেরোইনসহ আটক তিন

মানিকগঞ্জ: জেলার সিংগাইর উপজেলার দুটি অঞ্চলে অভিযান চালিয়ে আট লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করা হয়েছে।

শনিবার (২৭ মে) দুপুরের দিকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ইনচার্জ আবুল কালাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

আটকরা হলেন উপজেলার উত্তর চারিগ্রাম এলাকার বাচ্চু দেওয়ানের ছেলে শামীম দেওয়ান (৩৬), উত্তর বিনোদপুর এলাকার মৃত আব্দুল গফুরের ছেলে ইকবাল হোসেন (৩৮) ও হালিম মিয়ার ছেলে মো. আলম (৩৫)।

ডিবি ইনচার্জ আবুল কালাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দুটি অঞ্চলে মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আট লাখ টাকার হেরোইনসহ তিনজনকে আটক করা হয়। এ বিষয়ে সিংগাইর থানায় পৃথক দুটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া আসামিদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন বলেও জানিয়েছেন ডিবি পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, মে ২৭, ২০২৩
এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।