ঢাকা, সোমবার, ১ পৌষ ১৪৩১, ১৬ ডিসেম্বর ২০২৪, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদাবরে ৮ তলা ভবনের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১১ ঘণ্টা, মে ২৮, ২০২৩
আদাবরে ৮ তলা ভবনের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট ফাইল ফটো

ঢাকা: রাজধানীর আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় বেজমেন্টে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট।

রোববার (২৮ মে) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলায় বেজমেন্টে আগুন লেগেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। দুপুর ১২টার দিকে এ আগুন লাগার খবর পাওয়া যায়।  

বাংলাদেশ সময়: ১৩১০ ঘণ্টা, মে ২৮, ২০২৩ 
এজেডএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।