ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আদাবরে ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
আদাবরে ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে ফাইল ছবি

ঢাকা: রাজধানীর আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি আটতলা ভবনের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।

রোববার (২৮ মে) দুপুর ১টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

 

ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুর ১২টার দিকে আদাবর-১০ নম্বর রোড এলাকায় একটি আটতলা ভবনের নিচতলার বেজমেন্টে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। দুপুর ১টা ৩৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।  

তিনি আরও জানান, ভবনের দ্বিতীয় তলা থেকে তিনজনকে (দুইজন নারী ও একজন পুরুষ) নিরাপদে নামিয়ে আনা হয়েছে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে জানা যায় নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানা যাবে।

আরও পড়ুন:দাবরে ৮ তলা ভবনের বেজমেন্টে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, মে ২৮, ২০২৩
এসজেএ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।