ঢাকা, শুক্রবার, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

‘রোহিঙ্গা গণহত্যার মামলা পরিচালনার অর্থায়নে ওআইসিভুক্ত দেশকে চিঠি দেওয়া হয়েছে’

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
‘রোহিঙ্গা গণহত্যার মামলা পরিচালনার অর্থায়নে ওআইসিভুক্ত দেশকে চিঠি দেওয়া হয়েছে’

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে মামলা পরিচালনার অর্থায়নে ওআইসিভুক্ত সব দেশকে যৌথ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশ, গাম্বিয়া ও ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) এ যৌথ চিঠি দিয়েছে।

রোববার (২৮ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বৈঠক করেন।  

বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন জানান, রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আইসিজের মামলার অর্থায়নে কিছু দিন আগে ওআইসিভুক্ত দেশকে যৌথ চিঠি দেওয়া হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, গাম্বিয়ার প্রেসিডেন্ট এবং ওআইসি  মহাসচিব যৌথভাবে এ চিঠি দিয়েছেন।

তিনি জানান, মুসলিম বিশ্বের সমস্যা নিয়ে ওআইসি মহাসচিবের সঙ্গে আলোচনা হয়েছে। মুসলমানদের ধর্মগ্রন্থ পোড়ানো, হেনস্তার বিরুদ্ধে অবস্থান নিতে ওআইসিভুক্ত সদস্যদের সঙ্গে একযোগে কাজ করতে চাই আমরা। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিকে আরও ভূমিকা নেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে।

ড. মোমেন জানান, ওআইসি মহাসচিব রোহিঙ্গাদের দেখতে কক্সবাজারে যাবেন। এছাড়াও ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) সমাবর্তনে যোগ দিতে তিনি বাংলাদেশে এসেছেন।

ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে ওআইসিভুক্ত সদস্য দেশগুলো এক যোগে কাজ করছে। আমরা রোহিঙ্গা ইস্যুকে বিশেষ গুরুত্ব দিচ্ছি। এছাড়াও রোহিঙ্গা গণহত্যার বিরুদ্ধে আইসিজের মামলা পরিচালনায়  গাম্বিয়াকে সহায়তা দিচ্ছে ওআইসি। এ মামলাকে অন্যতম শীর্ষ অগ্রাধিকার দিচ্ছে ওআইসি।

প্রসঙ্গত, ওআইসি মহাসচিব হুসেইন ইব্রাহিম তাহা পাঁচ দিনের সফরে শনিবার (২৭ মে) ঢাকায় এসেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩২ ঘণ্টা, মে ২৮, ২০২৩
টিআর/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।