ঢাকা, বুধবার, ২১ কার্তিক ১৪৩১, ০৬ নভেম্বর ২০২৪, ০৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

খিলগাঁওয়ে বদ্ধ ঘরে মিলল রিকশাচলকের মরদেহ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, মে ২৯, ২০২৩
খিলগাঁওয়ে বদ্ধ ঘরে মিলল রিকশাচলকের মরদেহ

ঢাকা: রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় একটি বাড়ির নিচতলার দরজা ভেঙে এক ব্যক্তির পচন ধরা মরদেহ পেয়েছে পুলিশ। তার নাম নিশ্চিত হওয়া যায়নি।

তবে পেশায় রিকশাচালক এই ব্যক্তির নাম আব্দুস সালাম (৭৫) বলে মনে করা হচ্ছে।

সোমবার (২৯ মে) বিকেলে এ তথ্য নিশ্চিত করেন খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা।

তিনি জানান, সকাল ১১টার দিকে খিলগাঁও নন্দীপাড়া নেওয়াজবাগ এলাকার একটি বাড়ির নিচতলার দরজা ভেঙে ওই ব্যক্তির পচন ধরা মরদেহ বের করা হয়।  

যতটুকু জানা গেছে, মৃত ব্যক্তি পেশায় রিকশাচালক ছিলেন। গত দুই মাস আগে রুমটি তিনি ভাড়া নেন। ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে কারণ জানা যাবে।

এদিকে খিলগাঁও থানার (এসআই) মো. মাহবুবুর রহমান ঘটনাস্থল থেকে জানান, যতটুক জানা গেছে, মৃত ব্যক্তির নাম হতে পারে আব্দুস সালাম। বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশে সময়: ১৬৫৪ ঘণ্টা, মে ২৯, ২০২৩
এজেডএস/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।