ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে চোরাই গরু-মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুন ১, ২০২৩
সৈয়দপুরে চোরাই গরু-মোটরসাইকেল জব্দ, গ্রেপ্তার ৩

নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে চোরাই মোটরসাইকেল ও গরু জব্দ করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

 

বৃহস্পতিবার (১ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে সৈয়দপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সারোআর আলম এ তথ্য জানান।

গ্রেপ্তাররা হলেন- চোর নূর আলম (২৮), রায়হানুল ও খাদিমুল ইসলাম (৩৫)।

সৈয়দপুর থানায় আয়োজিত সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, গতকাল বুধবার (৩১ মে) সকালে সৈয়দপুরের উপশহর বাডালিপুর ইউনিয়নের সাইল্যার মোড় এলাকা থেকে একজন কর্মীর মোটরসাইকেল চুরি যায়। ওই ব্যক্তি অভিযোগের পরিপ্রেক্ষিতে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম রাতেই অভিযান পরিচালনা করেন। সিসি ক্যামেরার ফুটেজ ও প্রযুক্তির সাহায্যে চোর নূর আলম ও রায়হানুল নামে দুই ব্যক্তিকে শনাক্ত করে জেলা শহরের কাজীপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তারও করা হয়। গ্রেপ্তারদের স্বীকারোক্তি অনুযায়ী চোরাই মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এর আগে, গত ২০ মে জেলা শহরের সাহেবপাড়া ক্যাম্পের জাহেদ হোসেনের বাড়ি থেকে ১ লাখ ২০ হাজার টাকার দামের একটি বিদেশি জাতের গাভী চুরি যায়। চোরাই গাভীটিসহ উপজেলার প্রামাণিক পাড়া থেকে আসামি খাদিমুল ইসলামকে গত বুধবার রাতে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জানান, জেলা পুলিশ সুপার (এসপি) মোস্তাফিজুর রহমানের নির্দেশে ও দিক নির্দেশনায় ওই অভিযান পরিচালনা করা হয়।  

সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সৈয়দপুর থানার ওসি সাইফুল ইসলাম, সৈয়দপুর থানার পরিদর্শক (তদন্ত) মফিজুল হক প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, জুন ০১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।