ঢাকা, রবিবার, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শ্যামলীতে ২০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জুন ২, ২০২৩
শ্যামলীতে ২০ তলা ভবনে আগুন, নিয়ন্ত্রণে ১৪ ইউনিট শ্যামলীতে ভবনে আগুন। ছবি: জিএম মুজিবুর

ঢাকা: রাজধানীতে শ্যামলী রূপায়ণ শেলফোর্ড ভবনে আগুন লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ১৪টি ইউনিট।

 

 এ রিপোর্ট লেখা সময় আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।  ভবনটিতে ঢাকা ট্রমা সেন্টার অ্যান্ড স্পেশালাইজড হসপিটালসহ বেশ কয়েকটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে।  

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ারুল ইসলাম দোলন।  

তিনি জানান, বৃহস্পতিবার (১ জুন) রাত ১১টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে ৬টি ইউনিজ কাজ শুরু করে। পরে আরও ৮টি ইউনিট এসে যোগ দেয়।  

তাৎক্ষণিক আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি পরিমাণ ও হতাহতের বিষয়ে তথ্য দিতে পারেননি তিনি।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগা ভবনটি থেকে এখন পর্যন্ত ১৬ জনকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। এর মধ্যে টিটিএল দিয়ে নামানো হয়েছে ৬ জনকে। এদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী রয়েছেন ৪ জন।

বাংলাদেশ সময়: ২৪৪২ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।