ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

৫০ বোতল ফেনসিডিলসহ মগবাজারে গ্রেপ্তার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৪ ঘণ্টা, জুন ২, ২০২৩
৫০ বোতল ফেনসিডিলসহ মগবাজারে গ্রেপ্তার ১

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকা থেকে ৫০ বোতল ফেনসিডিলসহ রোকনুজ্জামান ওরফে রিপন নামে এক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বৃহস্পতিবার (১ জুন) রাতে রমনা মডেল থানার আউটার সার্কুলার রোড এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. এরশাদুর রহমান বলেন, কতিপয় মাদকবিক্রেতা রমনা মডেল থানার আউটার সার্কুলার রোডের মগবাজার এলাকায় ফেনসিডিল বিক্রির জন্য অবস্থান করছে, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে রোকনুজ্জামানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রোকনুজ্জামান দেশের সীমান্তবর্তী এলাকা থেকে কম দামে ফেনসিডিল কিনে এনে ঢাকার বিভিন্ন এলাকায় বিক্রি করতেন। তার বিরুদ্ধে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
পিএম/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।