ঢাকা, শনিবার, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ ডিসেম্বর ২০২৪, ১১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৫ ঘণ্টা, জুন ২, ২০২৩
যাত্রাবাড়ীতে ৩ ছিনতাইকারী আটক

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে তিন ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটকরা হলেন মো. কাল্লু (৩৩), মো. শান্ত (২৪) ও  মো. জাহিদ (২৫)।

আটকের সময় তাদের থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (০২ জুন) দুপুরে র‌্যাব-১০ এর অধিনায়ক এডিশনাল ডিআইজি মো. ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার র‌্যাব-১০ এর একটি দল যাত্রাবাড়ী থানার যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় অভিযান চালায়। অভিযানে তিন ছিনতাইকারীকে আটক করা হয়।  

জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, আসামিরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা, স্বর্ণালংকার ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।

তিনি আরও জানান, আসামি কাল্লুর বিরুদ্ধে যাত্রাবাড়ী ও মুগদা থানায় দুইটি ছিনতাই, একটি মাদক মামলা এবং আসামি শান্তের বিরুদ্ধে কোতয়ালী ও গেন্ডারিয়া থানায় একটি ছিনতাই ও পাঁচটি মাদক মামলা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, জুন ০২, ২০২৩
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।