ঢাকা, বৃহস্পতিবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, জুন ২, ২০২৩
ফরিদপুরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ঢাকায় আটক

ঢাকা: ২০১২ সালে ফরিদপুরের আলফাডাঙ্গায় খুনসহ ডাকাতি মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও দীর্ঘদিন ধরে পলাতক আসামি মো. ইকতার মোল্লাকে (৪৩) আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৩)।

শুক্রবার (২ জুন) রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে আটকের বিষয়টি জানান র‍্যাব-৩ এর অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ।

তিনি জানান, হত্যাকাণ্ডের শিকার শহিদুল ইসলাম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ধুলঝুড়ি গ্রামে ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। ২০১২ সালের ২৭ জুলাই বিকেলে মোটরসাইকেল নিয়ে ভাড়ার উদ্দেশে বের হন এবং ওই দিন রাতে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়।

পরে এ ঘটনায় দায়ের করা মামলায় দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে ২০২২ সালে ইকতারের যাবজ্জীবন কারাদণ্ডসহ অর্থদণ্ড দেন আদালত। মামলার পর থেকেই ইকতার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় পলাতক জীবনযাপন করে আসছিলেন।

আটক ইকতারকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, জুন ০২, ২০২৩
পিএম/এসআরএস/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।