ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

তিস্তায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, জুন ৩, ২০২৩
তিস্তায় ডুবে কলেজছাত্রের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে আবু তালহা (১৮) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার (৩ জুন) দুপুরে সদর উপজেলার রাজপুর ইউনিয়নের জগতবেড় এলাকার তিস্তা নদীর ৫ নম্বর সলেডি স্পার বাঁধে এ দুর্ঘটনা ঘটে।

মৃত কলেজছাত্র তালহা নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার কলিমমোড় বাজারের ব্যবসায়ী আজাহার আলীর একমাত্র ছেলে।

স্থানীয়রা জানান, তালহা তার বাবা মায়ের সঙ্গে ফুফাত বোনের বিয়ের দাওয়াতে শুক্রবার লালমনিরহাটের রাজপুরের জগতবেড় গ্রামে আসেন। চার ফুফাত ভাইসহ পার্শ্ববর্তী তিস্তা নদীর সলেডি স্পার  বাঁধ এলাকায় গোসল করতে যান তালহা। গোসলে নেমে সাঁতার না জানা তালহা ডুবে যায়। বাকিরা তীরে পৌঁছে বুঝতে পারে তালহা ডুবে গেছে। দূর থেকে বিষয়টি বুঝতে পেয়ে এক জেলে গিয়ে দ্রুত তালহাকে উদ্ধার করেন।

পরে স্থানীয়রা তাকে লালমনিরহাট সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তালহাকে মৃত ঘোষণা করেন।

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, জুন ৩, ২০২৩

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।