ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সোনারগাঁয়ে চিহ্নিত পরিবহন ডাকাত সেন্টু আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, জুন ৪, ২০২৩
সোনারগাঁয়ে চিহ্নিত পরিবহন ডাকাত সেন্টু আটক

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁ থেকে মো. সেন্টু মিয়া (৩২) নামের এক চিহ্নিত পরিবহন ডাকাত ও চাঁদাবাজকে আটক করেছে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ।

শনিবার (৩ জুন) দিবাগত রাতে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুরের নয়াবাড়ী এলাকা থেকে উত্তরবঙ্গে চলাচলকারী মামুন পরিবহনের একটি বাসে ভয়ভীতি দেখিয়ে ক্যাশ লুট করার সময় তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে লুট করা ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করে পুলিশ।

আটক মো. সেন্টু মিয়া সোনারগাঁয়ের সোনাখালী এলাকার রফিকুল ইসলামের ছেলে।  

বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর হাইওয়ে থানার ওসি (টিআই) মো. ইব্রাহিম জানান, সেন্টু দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চাঁদাবাজি করে আসছিলেন। উত্তরবঙ্গের যানবাহন থেকে ক্যাশবাক্স লুট করা ছিল তার প্রধান টার্গেট। তার নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১২টি ডাকাতির মামলা রয়েছে।  

তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান ওসি ইব্রাহিম।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, জুন ৪, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।