ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, জুন ৫, ২০২৩
নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে ভাই-বোনের মৃত্যু

নীলফামারী: নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে লিমা আক্তার (৯) ও আরিফ হোসেন (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৪ জুন) দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের পশ্চিম কুচিয়ারমোড় দোলাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মারা যাওয়া দুই শিশু সম্পর্কে চাচাতো ভাই-বোন।

শিশু দুটি হলো ওই গ্রামের এন্তাজুল ইসলামের মেয়ে লিমা আক্তার এবং একই গ্রামের এনামুল হকের ছেলে আরিফ হোসেন।

পুলিশ জানায়, দুপুরে পরিবারের সদস্যদের অনুপস্থিতিতে বাড়ির উঠানে খেলছিল ওই দুই শিশু। এ সময় সেখানে পড়ে থাকা বিদ্যুতের ছেঁড়া তারের স্পর্শে তারা দুজন বিদ্যুতায়িত হয়। টের পেয়ে স্বজনেরা তাদের উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।  

এলাকাবাসীর ধারণা, বিদ্যুৎ সংযোগে নিম্নমানের তার ব্যবহার করায় সেটি ঘরের চালে ছিঁড়ে পড়ার কারণে এ ঘটনা ঘটে।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার বলেন, পরিবারের অভিযোগ না থাকায় স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে ওই দুই শিশুর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৯ ঘণ্টা, জুন ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।